patrika71
ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল
জুন ২০, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঐহিত্যবাহী এ রথযাত্রাকে কেন্দ্র করে আনন্দ-উৎসবে মেতে উঠেন হিন্দু ধর্মালম্বীরা।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ জুন) বিকেলে শহরে রথযাত্রা বের হয়। পরে নড়াইল কালিবাড়ি, রূপগঞ্জ নিশিনাথতলা ও রূপগঞ্জ কালিবাড়ি চত্বরে আলোচনা সভা, প্রসাদ বিতরণ করা হয়।

বিকেলে নড়াইল কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক দেবাশীষ বাইন, দয়াল গৌরাঙ্গ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা প্রমুখ।

এদিন রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বাঁধাঘাট ও নিশিনাথতলা প্রাঙ্গণে দিনব্যাপি মেলার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বী শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে মিলনমেলা সৃষ্টি হয়।

এদিকে কালিয়ায় ১২১ বছরের ঐহিত্যবাহী পিতলের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া লোহাগড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলুু