patrika71
ঢাকাসোমবার , ১৯ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে প্রতিপক্ষের লিচু গাছ থেকে ষাটোর্ধ বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর
জুন ১৯, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে মেলান্দহ উপজেলায় প্রতিপক্ষের গোয়াল ঘরের পেছনে লিচু গাছ থেকে আজগর আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

সোমবার (১৯জুন) সকাল ৮টা দিকে পৌরসভার নাগেরপাড়া থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর হয়। নিহত আজগর আলী ওই এলাকার মৃত সামাদ মুন্সীর ছেলে।

নিহত ওই ব্যক্তি জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের করা মামলায় ৩ মাস ১৯ দিন জেলে থেকে চলতি মাসের ১১ জুন (রবিবার) জামিনে মুক্তি পান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মেলান্দহ পৌরসভার নাগেরপাড়া এলাকায় রশীদ মুন্সীর গোয়াল ঘরের পেছনে লিচু গাছের সঙ্গে ভোর সকালে ঝুলন্ত মরদেহ দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, নিহত আজগার আলী সঙ্গে প্রতিপক্ষ রশিদ মুন্সির জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছিল। তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। আজগর আলী প্রতিপক্ষের মামলায় জেলেও গিয়েছিল। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। রশিদ ও আজগড় আলী প্রতিবেশী।

নিহতের পরিবার জানায়, প্রায় ২৫ বছর পূর্বে নিহত আজগর আলীর সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে সে একাই রান্না করে খেতেন। বেশ কিছুদিন থেকে নিহত আজগার আলী ও প্রতিবেশি রশিদ মুন্সির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আজগার আলী প্রতিপক্ষের মামলায় ৩ মাস ১৯ দিন জেলে থেকে চলতি মাসের ১১ জুন (রবিবার) জামিনে মুক্তি পান।

তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা যাচ্ছে। তাঁকে হত্যা করেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি।

এ বিষয়ে জামালপুরে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, লিচু গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পত্রিকা একাত্তর/ সাকিব