patrika71
ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

উপজেলা প্রতিনিধি, ডোমার
জুন ১৮, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাউন্সিলর রুবেল ইসলামের মৃত্যুতে নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন কাউন্সিলর পদপ্রার্থী।

রবিবার (১৮ই জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ডোমার উপজেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুর রহিমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন শূণ্যপদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা।

উপ-নির্বাচনে ৫ জন কাউন্সিলর প্রার্থী হলেন—ডোমার পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক এবাদত হোসেন চঞ্চল, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, সাবেক কাউন্সিলর হারুন আশিকুর রহমান সাজু, সমাজকর্মী মোঃ রুহুল আমিন ও ফুলকুঁড়ি একাডেমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন।

এবিষয়ে ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানান, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অব্ধি ৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। আগামীকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আগামী ১৭ই জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ২৫শে জুন প্রার্থীতা প্রত্যাহার, ২৬শে জুন প্রতীক বরাদ্দ ও ১৭ই জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের উপ-নির্বাচনে ভোটার সংখ্যা ১ হাজার ৫৭৩ জন। যার মধ্যে ৭৮০ জন পুরুষ ও ৭৯৩ জন মহিলা ভোটার রয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল রংপুর থেকে বাড়ি ফেরার পথে জলঢাকা উপজেলার তিনবট ও সলেমানের চৌপথীর মধ্যবর্তী এলাকায় তিন পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাক চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রুবেল ইসলাম।

প্রসঙ্গতঃ কাউন্সিলর রুবেল ইসলামের মৃত্যুতে গত ২৩শে মে পদটি শূণ্য ঘোষণা করে ১লা জুন তারিখে পদটিতে উপ-নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পত্রিকা একাত্তর/রিশাদ