patrika71
ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও বেবী এন্ড মেডিসিন ক্লিনিক উদ্বোধন

স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
জুন ১৮, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে “ঠাকুরগাঁও বেবী এন্ড মেডিসিন ক্লিনিক” উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সংলগ্ন (পূর্ব পার্শ্বে) একটি বিল্ডিংয়ে ফিতা কেটে ক্লিনিকের উদ্বোধন করেন প্রধান অতিথি শিশু বিশেষজ্ঞ ডা: শাহজাহান নেওয়াজ।

বিল্ডিংয়ের ৩য় ও ৪র্থ তলায় স্থাপিত ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি শিশু বিশেষজ্ঞ ডা: শাহজাহান নেওয়াজ। বিশেষ অতিথি ঠাকুরগাঁও ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ক্লিনিকের পরিচালক মো: মেহেদী হাসান, মো: আবদুল্লাহ আল সুমন, মো: সাইদুর রহমান ও মো: ফারুক হোসেন । এ সময় ক্লিনিকের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও বেবী এন্ড মেডিসিন ক্লিনিকের পরিচালকবৃন্দ জানান, এখানে শিশুদের যাবতীয় শারীরিক সমস্যায় চিকিৎসা সেবা প্রদান করা হবে। শিশুদের বিভিন্ন প্রকার অসুখের পরীক্ষা-নীরিক্ষা ও আবাসিক চিকিৎসা সেবা সার্বক্ষনিক প্রদান করা হবে। ক্লিনিকিটিতে শিশু বিশেষজ্ঞ ডা: শাহজাহান নেওয়াজ ও ডা: হাবিব-ই-রসুল (লিটন) চিকিৎসা সেবা প্রদান করবেন বলে জানার ক্লিনিক কর্তৃপক্ষ।

ক্লিনিকটিতে রয়েছে মনোরম পরিবেশে ১৩টি কেবিন। কেবিনের মধ্যে এসি, নন এসি এবং ৫টি জেনারেল কেবিন। ছোট বাচ্চাদের (জন্ডিস) বিলিরুবিনের মাত্রা কমানোর জন্য রয়েছে ফটোথেরাপি মেশিন। শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়াসহ সকল প্রকার রোগ নিরাময়ে চিকিৎসা সেবা।

উল্লেখ্য, ক্লিনিকে মেডিসিন রোগীদের মধ্যে স্ট্রোক, পেটে ব্যাথা, জ্বর, পসাবের ইনফেকশন, নিউমোনিয়া, ডায়রিয়া, নিরাপদ রক্ত সঞ্চালনসহ বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা ও ভর্তির ব্যবস্থা রয়েছে।

পত্রিকা একাত্তর/ সুমন