patrika71
ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে প্রেসক্লাব নালিতাবাড়ীর মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী
জুন ১৭, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলা নিউজ টুয়েন্টিফোরডটকম এর জামালপুর প্রতিনিধি ও একাত্তর টেলিভিশন এর বকশিগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৭ জুন) বেলা এগারোটার সময় নালিতাবাড়ী প্রেসক্লাবের আয়োজেন উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেলএর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের ঊর্ধতন পরিষদের প্রধান কর্মকর্তা এমএ হাকাম হীরা, ঊর্ধতন পরিষদ কর্মকর্তা সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহসভাপতি বিপ্লব দে কেটু, মাহফুজুর রহমান সোহাগ, টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সভাপতি আনম সাদরুল আহসান মাসুম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবীর, সাংবাদিক মুঞ্জুরুুল আহসান, মুনীরুজ্জামান, অভিজিৎ সাহা, হারুণ-অর-রশিদ।

প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুল মোমেন এর সঞ্চলনায় এসময় অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, টিআইবি’র এড়িয়া কো-অর্ডিনেটর নাজমুল হকসহ প্রেসক্লাবের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানব বন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সাগর-রুনি হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিচার দাবী করেন। এছাড়াও সাংবাদিক সুরক্ষা আইনের দাবীও জানান তারা।

পত্রিকা একাত্তর/ মনোয়ার হোসেন