patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নামের আগে ডাক্তার: করছেন তাবিজ কবজ, আয়না দর্পন বটিয়াঘাটার সিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, খুলনা
জুন ১৫, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় পাশ্বেমারী গ্রামে সিরাজুল ইসলাম ওরফে সাদ্দাম নামক এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিনিয়ত ঝাড় ফুঁক, তাবিজ কবজ, আয়না দর্পন ও জ্বীনের নামে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় পাশ্বেমারী গ্রামে তার বসবাস, সে ওখানে গড়ে তুলেছে এক চিকিৎসালয় যার নাম আমেনা চেম্বার। নিজের নামের আগে লিখছে ডাক্তার। 

ওই কবিরাজ নামধারী ব্যক্তি বাংলা, ইংরেজি, আরবি কোন লেখাপড়ায় সে জানে না। দীর্ঘদিন ধরে সমাজের সহজ সরল মানুষেরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে তাদের কষ্টার্জিত সর্বস্ব খোয়াচ্ছে বলে একাধিক অভিযোগ আছে। এসকল মিথ্যা তথ্যে আর ভন্ডামিতে সমাজে সৃষ্টি হচ্ছে কলহ বিবাদ, তৈরি হচ্ছে শত্রুতা। আর এই শত্রুতা থেকে সংগঠিত হয় মামলা ও হামলার মতো জঘন্য অপরাধ। তাছাড়া এই কথিত কবিরাজ  নিজেকে সক্রিয় রাখতে যোগাড় করেছে কিছু ট্রেইনিংয়ের সার্টিফিকেট, যার সত্যতা জানার কৌতুহল অনেকের। কোথাও কোন কাজে বাধাগ্রস্ত হলে সে জ্বিন, ভুত, তাবিজ দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে থাকেন। প্রশাসনিক তৎপরতা কম থাকায় এই ভন্ড কবিরাজের দুর্বি সন্ধি কার্যক্রম মানুষ ঠকানো চাঁদাবাজি করতে সহজ হয়। ইতিমধ্যেই সে অত্র অঞ্চলে বেশ প্রভাবশালী বনে গেছে। তার পিতা এক সময় কাজ করলেও এখন আর কিছুই করে না ছেলের সাথে জ্বিনের তন্ত্রমন্ত্র করে।

সরজমিন অনুসন্ধানে দেখা গেছে, ভগবতিপুরের জনৈক মিনাস এর কাছ থেকে নগদ ২২ হাজার টাকা নিয়েছে। যে তার ব্যক্তিগত কিছু কাজ করে দেবে এই বলে। কিন্তু কোন ফল পাইনি। সুরখালী এলাকার আল আমিন বলেন, তার এক ভাইয়ের কাছ থেকে জ্বিন দ্বারা কাজ করে দেবে বলে ছলে বলে কৌশলে ১০ হাজার টাকা নিয়েছে। শুধু তাই নয় সে বাঘের চামড়া, হরিণের চামড়া, বাঘের দুধ, পতিতা মেয়েদের কবরের হাড্ডি, সিঁদুর, জাফরানি রঙ এ ধরনের অনেক দুষ্প্রাপ্য জিনিস দিয়ে তাবিজ দিবে বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। এভাবে সুচিকিৎসা দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহজ সরল নারী পুরুষদের বোকা বানিয়ে প্রবাসী চাকরি, বিয়ে, জায়গা জমি সংক্রান্ত সমস্যা, স্বামী-স্ত্রীর কলহ, হারানো জিনিস ফিরে পাওয়া, প্রেম ভালোবাসা সহ নানা সমস্যা সমাধান করে দেয়ার কথা বলে প্রতারণা করে ইতিমধ্য সে অনেকের কাছ থেকেই মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও নকল করা, শরীরে জ্বীন ধারণ, উপকারী গাছ ব্যবহার করে, তাবিজ কবজের বই সামনে রাখা, আয়নার দিকে তাকিয়ে কথা বলা, হাত ও চোখ দেখেই কালো জাদু বা তদবির বানিজ্যের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে আসছে। প্রথমে কালো জাদু কাঁটা, বাড়ী থেকে তদরির তোলা প্রভৃতি ভয় দেখিয়ে অগ্রিম টাকা দাবি করে।

এ ব্যাপারে ভন্ড কবিরাজ সিরাজুল ওরফে সাদ্দামের সাথে কথা বললে তিনি বলেন, আমি ডাক্তারী কোর্স করে আসছি। তাই আমি নামের আগে ডাক্তার লিখি। আমার ডাক্তার লেখার বৈধতা আছে। ঝাড়ফুক এর ব্যপারে জানতে চাইলে সাদ্দাম বলে, আমি পবিত্র কোরআন এর আমলিয়াত এর মাধ্যমে জ্বিন কন্ট্রোল করি। আর এই জ্বিনের দ্বারাই চলে যাওয়া স্রী ফেরত আনি, হারানো মাল খুজে দেই, অবাধ্যকে বাধ্য করি। এই ধরনের চিকিৎসার লাইসেন্সের বিষয় জিজ্ঞেস করা হলে সে বলে আমার।ডাক্তারীর সার্টিফিকেট আছে আর এই জ্বীনের কাজের কোন লাইসেন্স লাগে না।

এ বিষয়ে অত্র অঞ্চলের সাধারণ মানুষ এই প্রতারণার হাত থেকে বাঁচতে চাই। পাশ্বেমারী গ্রামের আ: হামিদ শেখ বলেন, যারা বোকা তারাই যায় এই ভন্ডের কাছে। কুতুব আলি ও তার ছেলে সাদ্দাম জ্বিনের কন্ঠ নকল করে সাধারন মানুষ্কে ধোকা দিয়ে যাচ্ছে। তিনি এই ভন্ড কবিরাজ/ডাক্তার/গুনিনের হাত থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ভন্ড কবিরাজকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিবার পরিকল্পনা ইনচার্জ ডাক্তার মিজানুর রহমান বলেন, এমবিবিএস (ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি) এবং বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি) স্নাতক ডিগ্রি পদবী ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেনা। যদি কেউ লেখেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আইনে বলে আছে তার বিরুদ্ধে ৬ মাসের জেল ও অর্থদণ্ড বিধান রয়েছে।

পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম