কুষ্টিয়ায় আরশীনগর এগ্রো’র কোরবানীর গরুর খামার পরিদর্শন করেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সিদ্দিকুর রহমান। এ সময় আরশীনগর এগ্রো’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, যারা খামার তৈরী করে দেশের প্রাণী সম্পদ উন্নয়নে কাজ করছে তারাই প্রকৃত দেশ প্রেমিক। একটি পরিপূর্ণ আদর্শ খামার হিসেবে আরশীনগর এগ্রো’র প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য যে, আরশীনগর খামার থেকে যারা কোরবানীর গরু ক্রয় করছেন তারা ঈদের আগের দিন অথবা ঈদের দিন পর্যন্ত খামারে গরু রেখে যেতে পারবেন। এরজন্য অতিরিক্ত কোন অর্থ দিতে হচ্ছে না। বিশেষ করে যাদের বাড়িতে গরু রাখার জায়গা নেই কিংবা দেখভালের লোকজন নেই তারা এই সুযোগ গ্রহণ করছেন বলে খামার কর্তৃপক্ষ জানান।
এছাড়াও এখানে হাটের বিড়ম্বনামুক্ত, তুলনামূলক স্বাভাবিক মুল্যে বিক্রয় হচ্ছে কোরবানীর গরু।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন