patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল

সাইফুল ইসলাম
জুন ১৫, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।

বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, পৌর আওয়ামী লীগ,সদর উপজেলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা অংশ নেয়।

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ট মন্ডলির সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার জন্য কাজ করার আহবান জানান।

পত্রিকা একাত্তর/ সুমন