patrika71
ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি

জেলা প্রতিনিধি, জামালপুর
জুন ১৩, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার ৭ উপজেলার কর্মরত শিক্ষকরা।

মঙ্গলবার (১৩জুন) সকালে জেলা শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খানের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রউফ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম, মেলান্দহ উপজেলার শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আইনুল হক, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ সরকারি সমস্ত সুযোগ-সুবিধার দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মাধ্যমিক বিদ্যালয়সমূহের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ সাকিব