জামালপুরের মাদারগঞ্জে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর স্কুল ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি ও অভিভাবকদের জন্য পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২জুন) সকালে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটরিনারী হাসপাতালের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,ম্যানেজমেন্ট কমিটি ও অভিভাবকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরল আমিন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিভভী আহম্মেদ।
পত্রিকা একাত্তর/ সোহাগ হোসেন