patrika71
ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বৃত্তিপ্রাপ্ত ২০ মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক প্রদান

জেলা প্রতিনিধি, জামালপুর
জুন ৮, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুরের সরিষাবাড়িতে বাংলাদেশের নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা কতৃক আয়োজিত পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ওই উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল কুরআন নূরানী মডেল একাডেমী মাদ্রাসার ২০ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮জুন) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকায় অবস্থিত নূরানী মডেল একাডেমী মাদ্রাসার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরের মাঝে এ সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।

পোগলদিঘা ইউনিয়ন থেকে অংশগ্রহণ করা ৮টি প্রতিষ্ঠানের মাঝে ২০জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার মধ্য দিয়ে এ ইউনিয়নে প্রথম স্থান অধিকার করে বায়তুল কুরআন নূরানী মডেল একাডেমী মাদ্রাসা।

বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী’র সভাপতিত্বে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিগ্রিবন্ধ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা পারভেজ, সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুজাহিদুল ইসলাম।

এছাড়াও সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের অভিভাবক, সমাজকর্মী, সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান, এবং উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ তানহা আক্তার বলেন, শিক্ষকরা আমাদের বুঝিয়ে বুঝিয়ে ভালোভাবে পড়ান। তারা ভালোভাবে পড়ানো আর আমাদের চেষ্টার কারণে বৃত্তি পাইছি।

বৃত্তি প্রাপ্ত এক শিক্ষার্থীর বাবা বলেন, এই মাদ্রাসায় আমাদের সন্তানদের শিক্ষকরা অনেক যত্ন সহকারে পড়াশোনা করান। এবং অধিকাংশ পড়াগুলো ক্লাসেই তারা শিখিয়ে দেন। আর বাড়িতে আসলে আমরা গুরুত্ব দিয়ে সন্তানদের পড়তে বসাই। ফলে সন্তানদের পড়ালেখার আগ্রহ সৃষ্টি হয়। এবং ভালো করে পড়াশুনা করার কারণে তারা ভাল সাফল্য অর্জন করে।

বায়তুল কুরআন নূরানী মডেল একাডেমী মাদ্রাসার পরিচালক মো: সাকিবুল ইসলাম শান্ত বলেন, মহান আল্লাহ এর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।আমি সত্যি গর্বিত আমাদের শিক্ষাথীদের এমন সাফল্য দেখে আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের যাদের পরিশ্রমে শিক্ষার্থীরা সাফল্য পেয়েছেন। বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশ সংস্থার বৃত্তি পরীক্ষায় পোগলদিঘা ইউনিয়নে প্রথম স্থান অধিকার করেছে বায়তুল কুরআন নূরানী মডেল একাডেমী মাদ্রাসা। সামনে যেন আমাদের শিক্ষাথীরা আরো ভালো রেজাল্ট করতে পারে এই জন্য আরো বেশি চেষ্টা চালিয়ে যাবো।

পত্রিকা একাত্তর/ নাহিদ