বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবিতে) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (০৮ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুল আলম খান এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে উপাচার্যের নেতৃত্বে পরিবেশ সচেতনতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ইউসুফ আলী, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মোহাম্মদ সাদীকুর রহমান, নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ নাহিদ