মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখা ও ব্যবসা প্রতিষ্ঠানে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করার অপরাধে নীলফামারীর ডোমারে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ই জুন) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের দেওনাই সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি, কেক ও বিস্কুট রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক দুই প্রতিষ্ঠানে যথাক্রমে ৬ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে, মেয়াদোত্তীর্ণ সেসব খাদ্যদ্রব্য জব্দ করে নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে, আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩) এর ৫ এর ১(ছ) ধারায় যথাক্রমে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করে ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।
পত্রিকা একাত্তর/ রাশেদ