দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জামা কিনে না দেওয়ায় অভিমানে বিষ পান করে রিমু আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
নিহত রিমু আক্তার উপজেলার বিনাইল ইউনিয়নের বিনাইল উত্তরপাড়া গ্রামের মোসলেম ইসলামের মেয়ে। সে দশম শ্রেণির ছাত্রী।
রবিবার ( ৪ জুন ) তাদের বাড়িতে কাপড়ের ফেরিওয়ালা গেলে সে তার মায়ের কাছে একটি জামা কিনে চায়। কিন্তু তার মা জামা কিনে না দেওয়ায় সে অভিমান করে রবিবার বিকেলে বাড়িতে থাকা কীটনাশক পান করে।
এসময় পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক রিমুকে দিনাজপুর মেডিকেলে রেফার্ড করে। দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে আমবাড়ি নামক স্থানে পৌছালে সেখানে তার মৃত্যু হয়।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় বিরামপুর থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবার ও আত্মীয় স্বজনের কারো কোন সন্দেহ বা অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য হস্তানান্তর করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ এবিএম মুছা