বটিয়াঘাটা উপজেলায় পম্প্রতি কিছুদিন যাবত পল্লীবিদ্যুতের ঘন ঘন লোড শেডিং অব্যহত থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে বটিয়াঘাটা উপজেলা বাসীর কাংখীত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
খুলনা ও দাকোপ পল্লীবিদ্যুতেত মাধ্যমে বটিয়াঘাটা উপজেলায় সংযোগ স্থাপন করার পর থেকে মাপ সম্মত সেবা প্রদান করার পর বর্তমানে অতীতের গপ ঘন লোড শেডিং এর কারনে সেবার মান তলানিতে নিয়ে ঠেকিয়েছে।যার কারনে সরকারি বেসরকারি প্রতিষ্টান, শিক্ষা প্রতিষ্টান, এনজিও, অফিস , ব্যবসা প্রতিষ্টান, মিল কল কার খানার সাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ব্যবসা প্রতিষ্টান কার্যক্রম চরম বিড়ম্বনা সহ লোকসান গুনতে হচ্ছে। ইলেক্ট্রিনিক মালামাল নষ্ট হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। উন্নয়ন ও উৎপাদনে অপুরনীয় ক্ষতি সাধিত হচ্ছে। এক ঝড়ের লক্ষন দেখা দিলেই
বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। সচেতন এলাকাবাসী বিদ্যুতের সভাবিক সরবরাহ পূর্বের মত সচল রাখার আহবান জানান।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম