patrika71
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ
জুন ৩, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় নিহত এক আহত পাঁচজন।

জাকিরুল ইসলাম (২৭) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সামনে সড়ক দূর্ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের দুলা খলিফার ছেলে জাকিরুল ইসলাম (২৭) নিহত হয়। নিহত জাকিরুল ইসলাম ব্যাটারিচালিত অটোরিক্সা যোগে বাড়িতে যাচ্ছিলেন এমন সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গা বন্দর থেকে নিউ সাফা পলাশবাড়ী একপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সর্বানন্দ ইউনিয়নের পরিষদ পুরাতন ভবনের সামনে আসলে ব্যাটারি চালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর ৬ যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেই সঙ্গে গুরুতর আহত জাকিরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২ টার দিকে তিনি মারা যান।

আহতরা হলেন, নিহত জাকিরুল ইসলামের স্ত্রী লিমা আক্তার (২৪), সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামের কচর আলীর ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের স্ত্রী জুই আক্তার (২৪), ছেলে রাকিব বাবু (১)।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-অটো মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম নামের এক যাত্রীর নিহত হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল