patrika71
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল
জুন ৩, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর আরিফা খাতুন (১১) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ শনিবার সকাল ১০ টার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত আরিফা নড়াইল পৌরসভা এলাকার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে। সে স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জুন) দুপুরে হাটবাড়িয়া গ্রামের আরিফা ও লামিয়া চিত্রা নদীতে গোসল করতে এস এম সুলতান সেতুর নিচে নামে। এ সময় লামিয়া নদী থেকে উপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি।

নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শুক্রবার সন্ধা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে আরিফার লাশ বাঁধাঘাট এলাকায় চিত্রা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় বলে তিনি জানান।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু