patrika71
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বড় বোনের জন্মনিবন্ধনে ছোট বোনের বিয়ে: বিয়ে ভন্ডুল

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং
জুন ৩, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাল্যবিয়ে সংগঠিত করতে গিয়ে অভিবাভকদের অভিনব কারসাজি। বড় বোনের জন্মনিবন্ধনে ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে এই বিয়েটি ভন্ডুল করে দেন।

বর ও কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় কাজী আব্দুর রাজ্জাক কে আরও সতর্ক থেকে বিয়ে পড়ানোর জন্য সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২জুন) রাত ১০টায় বানিয়াচং উপজেলা সদরের ৪নল দক্ষিণ পশ্চিম ইউনিয়নের কাজী অফিসে এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,৪নং দক্ষিণ পশ্চিম ইউপি’র ২নং ওয়ার্ডের যাত্রাপাশা গ্রামের বশির উদ্দিন আনোয়ারের স্কুল পড়ুয়া মেয়ে যাত্রাপাশা জুনিয়র বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী(১৩) সাথে উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের জমির উদ্দিনের প্রবাসী পুত্র রায়হান(৩০)বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরিবারের লোকজন সেই মোতাবেক অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীর বিবাহিত বড় বোন খাদিজার নামের জন্মনিবন্ধন দিয়ে বিয়ে রেজিষ্ট্রেশন করার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ গোপন সংবাদের ভিত্তিতে কাজী অফিসে হানা দেন।

এ সময় বাল্য বিয়ে সংঘটিত করার দায়ে বরের পিতা জমির উদ্দিন ও কনের বাবা বশির উদ্দিন কে জনপ্রতি ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

এ ব্যাপারে ঘটনার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন একটি বিয়ের অভিযোগ পেয়ে এবং এর সত্যতা পাওয়ায় বর ও কনের বাবাকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক জরিমানা করে তা আদায় করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ আকিকুর রহমান