patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ব্রহ্মপুত্রের পাড়ে মিলল নবজাতকের লাশ

জেলা প্রতিনিধি, জামালপুর
জুন ১, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, কে-বা কারা নবজাতকের মৃতদেহ ফেলে যায়। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় কলাগাছের ডোঙ্গলের ওপর (খোল) শুয়ে রাখা অবস্থায় ছেলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জন্মগ্রহণের পরপরই মৃত নবজাতকটিকে রেখে যাওয়া হয়েছে। এখনো মৃত নবজাতকের পরিচয় চিহ্নত করা যায়নি।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পত্রিকা একাত্তর/ সাকিব