চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামানের তত্ববধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস আই আবুল কাশেম, এসআই (নিঃ) মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর গ্রামের গাংপাড়ার তৈয়ব আলী মোল্লার ছেলে মো: রাজু মোল্লা(৪২),কে গ্রেফতার করেন।
আলমডাঙ্গা থানাধীন চরযাদবপুর গাংপাড়া গ্রামস্থ আসামীর নিজ বসত বাড়ী হতে ১০০ (একশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ (ছয়) বোতল ফেন্সিডিলসহ ইং ০১-০৬-২০২৩ তারিখ আনুমানিক ০০.১০ ঘটিকার সময় হাতে-নাতে আটক করে।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান