patrika71
ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর
মে ৩১, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের পারিলা গ্রামের আওয়ামীলীগের আয়জনে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ মে বুধবার বিকেলে পারলি ক্লাব চত্তরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মো আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হালিম শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাহার আলী, সংগঠনিক সম্পাদক শামসুজ্জামান (সানটেন), প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধক্ষ্য ওয়াজ নবী, সসদস্য রবিউল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী হাসান মানিক, ইউপি সদস্য আব্দুল মতিন, রাকিবুল ইসলাম, ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ হাসান, রাকিবুল ইসলাম সহ জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার সবসময় দেশের উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।

পত্রিকা একাত্তর/ রাজু