‘তামাক নয়, খাদ্য ফলান’ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট বিডিএসসি, পিএসকেএস, আরডিও এবং চলনবিল প্রেসক্লাবের প্রতিনিধিগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের কাছে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে স্মারকলিপি প্রদান করেন। এরপর উপজেলার বিভিন্ন অফিস চত্বর, স্টল ও পথচারীদের মাঝে সচেতনামূলক প্রচার লিফলেট বিতরণ করা হয়।
পরে গুরুদাসপুর থানা মোড় শাপলা চত্বরে অবস্থান কর্মসূচী ও মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিএসসির নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমার মজনু, চলনবিল প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, পিএসকেএস এর সভাপতি বাজিত উল্লাহ, আরডিও’র নির্বাহী পরিচালক জাকির হোসেন, বিডাব্লিউবি এর মার্কেটিং ম্যানেজার আনিছুর রহমান হীরা, সাংবাদিক শহীদুল ইসলাম ও শাহজাহান আলী।
পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন