patrika71
ঢাকামঙ্গলবার , ৩০ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটার সদর ইউপির বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষনা উপলক্ষে সভা

জেলা প্রতিনিধি, খুলনা
মে ৩০, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের ২ কোটি ১৫ লক্ষ টাকার বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক সভা চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১টায় ২নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ চত্বরে প‍্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২০২৩ ও ২০২৪ অর্থ বছরের বজেট বক্তৃতা করেন পরিষদের সচিব চিরঞ্জিব রায়।

বাজেট আলোচনা করেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ খান, অধ‍্যাঃ এনায়েত আলী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বিকাশ চন্দ্র মহলদার, প্রাথমিক শিক্ষাক সমিতির সভাপতি সমির সরকার, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, প্রধান শিক্ষক নন্দিতা মন্ডল, আসমা বেগম, টিউলি মন্ডল, নারীনেত্রী মমতা বাছাড়, সভায় ইউপি সদস্য রমা মন্ডল, নিখিলেষ গাইন, লিপিকা জোদ্দার, পপি তরফদার, কিংকর রায়, পবিত্র রায়, ওবায়দুল হক, মিলন বৈরাগগী, হিমাংশু সরকার, গবিন্দ বাছাড় ও প্রসেনজিৎ গোলদার সহ গন‍্যামান‍্য ব‍্যাক্তিবর্গ এসভায় উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম