সোমবার সকাল ১০টায় বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, অধ্যক্ষ অমিতেষ দাস। কর্মশালায় উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং ম্যানেজিংকমিটির নেতৃবৃন্দ সহ মোট ১০০ জন প্রশিক্ষণ গ্ৰহণ করেন। অংশ গ্রহনকারিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আহাদ, এজাজুর রহমান শামীম, আবু বক্কর শেখ, অনুপম বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওঃ বোরহান উদ্দিন, সুপার মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা হুমায়ুন কবির, প্রধান শিক্ষক ইকরামুল হক, অন্যদা শংকর রায়, পঙ্কজ বিশ্বাস, কাঞ্জালাল মল্লিক, সাহেব আলী প্রমূখ। কর্মশালায় আলোচকেরা বলেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সরকারি বিধি ও নীতিমালার আলোকে পরিচালনা করার আহবান জানান।
এছাড়া সরকারি অনুদানের অর্থ নির্ধারিত খাত অনুযায়ী খরচ করার জন্য বলা হয়।
পত্রিকা একাত্তর/ আকতারুল ইসলাম