patrika71
ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

গলাকাটা বেওয়ারিশ লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই নেত্রকোণা

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
মে ২৯, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোণা জেলার খালিয়াজুরি থানার নগর ইউনিয়নের অন্তর্গত নয়াগাঁও শশ্মানে পাওয়া গেল গলাকাটা এক মহিলার লাশ।

আজ রবিবার নয়াগাও শশ্মানের পাশের পাকা রাস্তার উপর একজন অজ্ঞানামা মহিলার এলোপাথারি কোপানো মৃতদেহ পড়ে আছে মর্মে খালিয়াজুরি থানা হতে এমন সংবাদের ভিত্তিতে পিবিআই নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবিরের নির্দেশনায় ইন্সপেক্টর ইমদাদুল বাশার’র নেতৃত্বে এসআই/আশরাফুল হাসান ও এসআই/বিপুল কুমার সাহার সমন্বয়ে একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় যে, আনুমানিক ৭০ বছর বয়সী একজন মহিলার লাশ যার নাকে, মুখে, কানে ধারালো অস্ত্রের আঘাত। অস্ত্রের আঘাতে নাক কেটে ঝুলে আছে। গলায় গভীর কাটা জখম।

এমতাবস্থায় আশে পাশের স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে মহিলার পরিচয় শনাক্ত না হওয়ায় পিবিআই নেত্রকোণা ক্রাইমসিন টিম অনুমান তিন ঘন্টার প্রচেষ্টায় ফিংগারপ্রিন্ট সংগ্রহপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় মৃতার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

মৃতার নাম রাজুনা বেগম (৮০), পিতা- মারফত মুন্সী, মাতা-আলেকজান বিবি, গ্রাম- ভাটি মামুদনগর, শশারকান্দা, থানা-শাল্লা, জেলা- সুনামগঞ্জ। খুনের রহস্য উদঘাটনে পিবিআই নেত্রকোনা জেলার ছায়া তদন্ত চলমান আছে।

পত্রিকা একাত্তর/ খোকন