patrika71
ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সবজি ক্ষেতে গাঁজা চাষ: চাষি গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল
মে ২৭, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে সবজি ক্ষেত থেকে গাঁজার গাছসহ আবুল হাসনাত ওয়াসিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় নড়াগাতি থানার মুলশ্রী গ্রামের এক সবজি বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা শনিবার (২৭ মে) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আবুল হাসনাত ওয়াসিম মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে।

ওসি সুকান্ত সাহা বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মুলশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এসময় আবুল হাসনাত ওয়াসিমকে গ্রেফতার করা হয়। পরে তার সবজি বাগান থেকে পাঁচটি গাঁজা গাছ জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু