বাগেরহাটের রামপাল থানার ৮নং ভোজপাতিয়া ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকাল পাঁচটায় বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুল হক টুকুর সভাপতিত্বে ও এসআই শ্রীবাস এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেম রামপাল থানার ওসি এস.এম. আশরাফুল আলম, বিশেষ অতিথি ওসি তদন্ত রাধেশ্যম সরকার সহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা অত্তিত্র নাথ হালদার (দুলাল) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার মন্ডল সহ ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ীক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
পত্রিকা একাত্তর/ শেখ শামীম