সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা’র পোরজনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন ও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম কে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
গতকাল বুধবার (২৪মে) রাতে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে পোরজনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাখাওয়াত হোসেন ও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ নজরুল কে গ্রেফতার করেছে বলে পরিবার সূত্রে জানিয়াছে।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু জানান, সাখাওয়াত হোসেনের ও নজরুল ইসলামের নামে কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না কিন্তু পুলিশ হঠাৎ করে এসেই তাদের ধরে নিয়ে গিয়াছে যা অত্যন্ত দুঃখজনক। তাদের গ্রেফতারের ঘটনায় তিব্র নিন্দা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড: এম এ মুহিত, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানতে চাইলে প্রফেসর ড: এম, এ মুহিত বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে।
এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু বলেন, জনমতে আতঙ্ক, ভয়ভীতি প্রদর্শনের জন্য সরকার তার আজ্ঞবহ পুলিশ বাহিনী দিয়ে অন্যায়ভাবে গ্রেফতার চালাচ্ছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জনস্রোত দেখে সরকার দিশাহারা হয়ে সারাদেশে গণগ্রেফতার চালাচ্ছে যার ধারাবাহিকতায় শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন ও ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম কে অন্যায় ভাবে গ্রেফতার করেছে।
নেতাকর্মীরা বলেন, গত ১১ -০২-০২৩ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসাবে শাহজাদপুর উপজেলা’র সোনাতনী ইউনিয়নে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শান্তিপূর্ণ পথযাত্রায় আওয়ামী বাহিনী হামলা করে পরিকল্পিত ভাবে মিথ্যা বানোয়াট মামলা সাজায় সেই মামলা সাখাওয়াত হোসেন ও নজরুল ইসলামের নাম ইজহার ভুক্ত না থাকলেও পুলিশ উক্ত মামলায় গ্রেফতার দেখিয়েছেন যা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই না।
এবিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, সোনাতনী ইউনিয়ন আওয়ামীলীগের পাটি অফিস ভাঙ্গচুরের মামলায় সাখাওয়াত হোসেন ও নজরুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে তাদের পাঠানো হবে।
পত্রিকা একাত্তর/ ইউনুছ আলী