patrika71
ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

৪ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান আটক

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট
মে ২৫, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে চার হাজার পিস ইয়াবাসহ একটি কাভার্ড ভ্যান চালক ও চলকের সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড় থেকে খুলনার উদ্দেশ্যে ধেয়ে যাওয়া কাভার্ড ভ্যান মেসার্স তাহসিনট্রান্সপোর্ট এজেন্সী নামের ব্যানারে চালিত ভ্যানটি তল্যাসি করে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে পুলিশ। ঢাকা থেকেছেড়ে আসা কাভার্ডভ্যানটি মিনারেল ওয়াটার নিয়ে খুলনা যাচ্ছিল।

আটক কাভার্ডভ্যান চালক মো. আইয়ুব আলীহাওলাদার (৪৩) ঝালকাঠি জেলা সদরের মুরাসাতাএলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে। চাকলের সহযোগী রুবেল হোসেন (২৫) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির খালকুলা গ্রামেরমৃত দেলোয়ার হোসেনের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনাগামী মিনারেল ওয়াটার সরবরাহ কারি মেসার্সতাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যান আটক করা হয়। গাড়ির ভেতর তল্লাশী করে চারহাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময়চালক ও সহযোগিকে গ্রেপ্তার করা হয়।

পত্রিকা একাত্তর/ শামীম হাসান