patrika71
ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি
মে ২৪, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা আমতলীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০২৩ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ কাদের মিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, প্যানেল মেয়র হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাহের আলম, প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, তথ্য আপা নুসরাত সুলতানা শারমিন।

আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম, রিপোটার্স ইউনিটির সভাপতি হায়াতুজ্জাজামান মিরাজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান কবির, মফস্বল সাংবাদিক ফোরাম’র সভাপতি মোঃ মনিরুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাঈদ খোকন, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ সুমন, ব্যবসায়ীদের মধ্যে ছিলেন হারুন অর রশীদ, ঔষধ ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, হোটেল ব্যবসায়ী আবজাল হোসেন,ক্ষুদ্র মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি হিমু গাজী, মুদি ব্যবসায়ী দুলাল ঠাকুর প্রমুখ।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে বিভিন্ন দিক নিয়ে জনপ্রতিনিধি ও পেশাজীবীগণ আলোচনা করেন। উক্ত সভায় প্রশাসনে বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/  মনিরুল ইসলাম