patrika71
ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল মহিলা কলেজের পরিচ্ছন্ন কর্মীকে চুরির অভিযোগে মারপিট 

উপজেলা প্রতিনিধি, নড়াইল
মে ২৩, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল সরকারী মহিলা কলেজের পরিচ্ছন্ন কর্মী সবিতাকে চুরির মিথ্যা অভিযোগে মারপিট করিয়েছেন প্রধান সহকারী সেখ আঃ আলিম। পরিচ্ছন্ন কর্মী সবিতা বলেন, গতকাল সোমবার পরিক্ষা শেষে আমি রুম পরিস্কার সময় একটি ছাতা পেয়ে কলেজের কন্ট্রোল রুমে জমা দিয়েছি। অথচ আলিম স্যার ইচ্ছা করে আমার নামে ছাতা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে মার খাইয়েছে।

গরীবের বিচার ভগোবান করবে। গোপন সুত্রে জানাগেছে, আজ মঙ্গলবার নড়াইল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা খানমকে প্রধান সহকারী সেখ আঃ আলিম পরিচ্ছন্ন কর্মী সবিতা ছাতা চুরি করেছে জানান।

পরে অধ্যক্ষ প্রফেসর শাহানারা খানম পরিচ্ছন্ন কর্মী সবিতাকে ছাতা চুরি অপরাধে হাতে থাকা চিরুনি দিয়ে ও হাত দিয়ে মারপিট করেন। এ বিষয়ে জানতে সেখ আঃ আলিমকে একাধিকবার ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নড়াইল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা খানম বলেন, সবিতা কলেজের সিনিয়র অফিসারসহ অনেককে তুমি করে বলে সেটা যাতে না করে সেজন্য সতর্ক করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু