patrika71
ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নোবিপ্রবি প্রতিনিধি
মে ২৩, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সুবর্ণচর উপজেলার ছাত্রছাত্রীদের সংগঠন ‘সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট ক্যাডেট রুমি ভবনে প্রধান নির্বাচন কমিশনার সাইদুর রহমান আলমগীর এই কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থী আজিজুল হক মধু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম সজিব। এক পদে একাধিক প্রার্থী না থাকায় প্রতি পদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবদুল আলীম, আজহারুল হক মিজান ও এস এম মশিউর রহমান মাহী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম , মো. দিদার হোসেন, জান্নাতুন্নেসা মিতু, আলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল উল্যাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমন শীল , অর্থ সম্পাদক সানজিদা ইয়াসমিন নাবিলা, প্রচার সম্পাদক তাওসীফা তামান্না, দপ্তর সম্পাদক নাইমুল আলম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাজেদা প্রমী, প্রকাশনা সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য জহির উদ্দিন রনি, রাকিবুল হাসান, আমির হোসেন, মানস পাল ও নাহিদা আক্তার তাহিয়া।

নবনির্বাচিত সভাপতি আজিজুল হক মধু বলেন, ছাত্রদের কল্যাণ হয় এমন বিভিন্ন কাজের মাধ্যমে আগামী দিনে নোবিপ্রবিতে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। বিশ্ববিদ্যালয়, সমাজ ও দেশের কল্যাণে কাজ করে সবার সহযোগীতায় সংগঠন এগিয়ে যাবে।

পত্রিকা একাত্তর/ রাজু