রামপালে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


উপজেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশের সময় : ২২/০৫/২০২৩, ১১:১৯ অপরাহ্ণ /
রামপালে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাটের রামপালের বাইনতলা ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন বিট পুলিশংয়ের ইনচার্জ এসআই লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।

বক্তব্য দেন ইমাম মাওলানা সরোয়ার উদ্দীন, শরাবপুর কারামতিয়া ডিগ্রি ফাজিল মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা ওলিউর রহমান, সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশাহ, চাকশ্রী বাজার কমিটির সদস্য হায়দার আলী, ইউপি সদস্য বিন্দ, সংরক্ষিত সদস্য আওলিয়ার বেগম, বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

, সভায় বক্তৃতা কালে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন , মাদক বর্তমানে একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকসেবী ও বিক্রেতা কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ জনগণের সেবক। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনিয়নের সকল অপরাধ মূলক কর্মকান্ডের সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।

পত্রিকা একাত্তর/ আবু তালেব