patrika71
ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, জামালপুর
মে ২২, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি’র) বঙ্গবন্ধু পরিষদ।

মানববন্ধনে প্রধানমন্ত্রী-কে হুমকি দেয়ার ঘটনায় জড়িত বিএনপি নেতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ-কে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্ম ঘোষণা করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।

বঙ্গবন্ধু পরিষদ বশেফমুবিপ্রবি শাখার সভাপতি ড. এএইচএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড বশেফমুবিপ্রবি শাখার সভাপতি ড. মাহমুদুল আলম, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) ড. সৈয়দ নাজমুল হুদা, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. এনামুল হক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মো. কাওসার আহমেদ স্বাধীন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্বেই সঠিক পথে ও অপ্রতিরোধ্য অগ্রগতির দিকে এগিয়ে চলছে লাল-সবুজের বাংলাদেশ। আজ বিশ্ব দরবারে বাংলাদেশ রোল মডেল।

‘আমরা বিশ্বাস করি শেখ হাসিনা এগোলে বাংলাদেশ এগোবে। শেখ হাসিনাকে হুমকি দেয়া মানে বাংলাদেশকে হুমকি দেয়া, দেশের উন্নয়ন থমকে দেয়ার হুমকি দেয়া। শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের আমরা রুখে দিবো। রাজশাহীর বিএনপি নেতা হুমকি দিয়ে তাদের সীমা লঙ্ঘন করেছেন, আমরা এই সীমা লঙ্ঘনকারীকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন। একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পত্রিকা একাত্তর/ সাকিব আল হাসান