চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের সদস্যরা শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নাশকতা ও দেশদ্রোহী কাজে জড়িত থাকার অভিযোগে জামাত-বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে,জীবননগর পৌরসভার হাসপাতাল পাড়ার মৃত কাজী মনির উদ্দিনের ছেলে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা কাজী নাসির ইকবাল ঠান্ডু, বৈদ্যনাথপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জামাত নেতা ইসরাইল হোসেন, আন্দুলবাড়ীয়া বাজার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুর রহমান ও রায়পুর কামারপাড়ার আক্কাচ আলীর ছেলে শরিফুল ইসলাম।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের আজ রোববার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
পত্রিকা একাত্তর / তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :