patrika71
ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে হলদে পাখি সম্প্রসারন বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
মে ২০, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের বিষয়ক ওরিয়েন্টেশন এবং ডেঙ্গু, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে।

বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকালে বহুমুখী কলেজিয়েট স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

গার্ল গাইডস এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা কমিশনার মোসাঃ ফারহানা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচিতে বক্তব্য দেন বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিকব শিক্ষা কর্মকর্তা মু: শাহ আলম, নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী নুসরাত জাহান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মোর্শেদ প্রমুখ।

দিনব্যাপি ওরিয়েন্টেশন ও প্রশিক্ষন কর্মসূচিতে ৯ উপজেলার গার্ল গাইডসের কমিশনার, সহকারি কমিশনার, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এদিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গার্ল গাইডস হলদে পাখি কার্যক্রমে অংশগ্রহনের গুরুত্ব ব্যাখ্যা এবং শিক্ষার্থীদের হলদে পাখি কার্যক্রমে অংশগ্রহনে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন বক্তারা। এছাড়া ডেঙ্গু থেকে বাঁচতে শিক্ষা-প্রতিষ্ঠান ও বসতবাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপায় শেখানো হয়। সঠিক পুষ্টি ও সুস্বাস্থের জন্য মাছ মাংসের পাশাপাশি সবজি, দেশীয় ফল, ডিম ও দুধ খাওয়ার উপকারিতা ব্যাখ্যা করেন বক্তারা।

পত্রিকা একাত্তর/ শামীম হাসান