হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল কাইয়ুম পুষ্প


উপজেলা প্রতিনিধি, হরিপুর প্রকাশের সময় : ১৯/০৫/২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ /
হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল কাইয়ুম পুষ্প

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প।

গতকাল শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের বসলগাঁও(নিচাহার) গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ১৬টি পরিবার এসব পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল, ডাল, তেল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন গরীব দূঃখী অসহায় মানুষের বন্ধু আব্দুল কাইয়ুম পুষ্প।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক আজিম উদ্দিন, আমিরুল ইসলাম, মকবুল হোসেন, মোতালেব হোসেন, ইউপি সদস্য মোবাশের আলী, ফজলু আব্দুল করিম, সাংবাদিক প্রমুখ।

এসময় আব্দুল কাইয়ুম পুষ্প বলেন, আমি উপজেলার জনগণের পাশে ছিলাম এবং পাশে থেকেই কাজ করবো।

তিনি ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলার বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১০মে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ১৬টি পরিবার।

পত্রিকা একাত্তর/ সুজন আহম্মেদ