patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
মে ১৮, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ সদর উপজেলায় ছুরিকাঘাতে গোলাপী বেগম (৬০) নামে বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলাপী বেগম মহিষামুরা গ্রামের বাহেজ খন্দকারের স্ত্রী।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, গতকাল বুধবার রাতে নিজ বাড়িতে ঢুকে বৃদ্ধা গোলাপী বেগমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পত্রিকা একাত্তর/ শাহাদত হোসেন