patrika71
ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

৪ শিফটে চবি’র ‘এ’ ইউনিটের ভর্তিযুদ্ধ সম্পন্ন

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
মে ১৭, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ সেশনের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তিযুদ্ধ। এতে মোট ৭৪ হাজার ৬শ ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৯ হাজার ৬শ ৯ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে তা ৭৯ দশমিক ৭৯। দু’দিনে মোট ৪ টি শিফটে অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা।

বুধবার (৭ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে তৃতীয় শিফট এবং দুপুর ২টা ১৫ মিনিটে সর্বশেষ শুরু হয় চতুর্থ শিফটের পরীক্ষা।

তৃতীয় শিফটে ১৮ হাজার ৭শ ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষা দিয়েছেন ১৫ হাজার ২৫ জন। উপস্থিতির হার ৮০ দশমিক ১৭। অন্যদিকে চতুর্থ শিফটে ১৮ হাজার ৬শ ২২ জন অংশগ্রহণ করার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪ হাজার ৯শ ১২ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮০ দশমিক ০৮।

গতকাল (১৬ মে) প্রথম শিফটের পরীক্ষায় মোট ১৮ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৮২৭ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৭৯.৪৩%। অন্যদিকে বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া দ্বিতীয় শিফটের পরীক্ষায় মোট ১৮ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৮৪৫ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৭৯.৫০%।

এবিষয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সহযোগী সমন্বয়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, নির্বিঘ্নে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫৯ হাজার ৬শ ৯ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে তা ৭৯ দশমিক ৭৯।

পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন