patrika71
ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ ৪ জন আটক

উপজেলা প্রতিনিধি, বিরামপুর
মে ১৭, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করছে পুলিশ। বুধবার (১৭ মে) ভোর রাতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার দড়িতাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিন এর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৩৬), ছোট ছত্রগাছা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ সৌরভ ইসলাম (২০), বড় দাউদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ রাজা মিয়া(৪৫), নিচপাড়া গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন মিঠু (৫৬)।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, গত ১৬/০৫/২০২৩ সকাল ১১ টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি মোঃ ইবনে মাসুদ (৪৩) এর একটি ডিসকভার ১০০ সিসি কাল সাদা রঙের মোটরসাইকেল হারিয়ে যায়। তিনি নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৭/০৫/২০২৩ ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার মোঃ সৌরভ ইসলাম এর বসতবাড়ি হতে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সৌরভসহ আরও তিন জনকে আটক করা হয়। আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য । বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

পত্রিকা একাত্তর/ এবিএম মুছা