বগুড়ার শেরপুরে এক অপহৃত ছাত্রীকে ১৫ দিন পরে টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এসময় অপহরেণর অভিযোগে একজনকে আটক করা হয়। পরে মেয়েটির বাবা থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, শেরপুর উপজেলার শাফলজানি গ্রামের জাফর আলীর স্কুল পড়ুয়া মেয়ে (১৪) গত ৩ মে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। সাম্ভব্য স্থানে খোঁজ করে তার সন্ধান না পেয়ে সে দিন রাতেই মেয়েটির বাবা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর পুলিশ মেয়েটির সন্ধান শুরু করে। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার পুলিশ মেয়েটির অবস্থান নিশ্চিত হয়।
এরপর ওই রাতেই শেরপুর থানার এসআই সাইফ আহমেদের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার দুপুরে টাইঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেবাহাটি গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করে ও ছেলেটিকে আটক করা হয়। গ্রেফতারকৃত মারজিউল হক রিমাজ খানপুর ইউনিয়নের শাফলজানি গ্রামের রাশেকুর রহমানের ছেলে।এ সময় স্থানীয় থানা পুলিশ সহযোগীতা করে। এ বিষয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার উপপরিদর্শক সাইফ আহমেদ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ
আপনার মতামত লিখুন :