বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ১


জেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশের সময় : ১৭/০৫/২০২৩, ১০:৪২ পূর্বাহ্ণ /
বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ১

বাগেরহাটে দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় অজয় ভট্টাচার্য (৪২) নামের এক অর্ধ বয়সী পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) ভোর সাড়ে ৬টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএন্ডবি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর স্থানীয় উত্তেজিত জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিহত অজয় ভট্টাচার্য রসুলপুর গ্রামের মানিক লাল ভট্টাচার্যের ছেলে । নিহতের ভাই অঞ্জন ভট্টাচার্য বলেন, আমার ভাই অজয় ভট্টাচার্য সকালবেলা হাঁটতে বেরিয়েছিল। বাগেরহাটগামী দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়।

কাটাখালি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিজানুর রহমান বলেন, এখন ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে।যান চলাচল স্বাভাবিক আছে।নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

পত্রিকা একাত্তর/ শামীম হাসান