কুষ্টিয়ায় পুলিশ কর্তৃক আলামত সহ ২ জন গ্রেফতার


জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশের সময় : ১৬/০৫/২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ /
কুষ্টিয়ায় পুলিশ কর্তৃক আলামত সহ ২ জন গ্রেফতার

সোমবার (১৫মে, ২০২৩খ্রিঃ) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় পুলিশ পরিদর্শক (তদন্ত), জনাব মোঃ জহুরুল ইসলাম, এসআই (নিরস্ত্র)/সুফল সরকার, এসআই (নিরস্ত্র)/কাজী এহসানুল হক(সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল), এসআই (নিরস্ত্র)/সাজু মোহন সাহা সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২৪, তারিখ-১৪/০৫/২০২৩ ইং, ধারা-১৭০/৩৯২ পেনাল কোড রুজু হওয়ার পর অভিযান পরিচালনা করে দ্রুততম সময়ে ছিনতাই চক্রের ০২(দুই) জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন।

যাদের নাম ১। মোঃ জীবন (৩০), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-শালগাড়ীয়া, ২। মোঃ গোলাম রায়হান @ রবিন (৩২), পিতা-বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হায়দার, সাং-শিবরামপুর, উভয় থানা ও জেলা-পাবনা। আসামীদ্বয়ের হেফাজত হইতে নীল রংয়ের ০১টি এ্যাপাচি আর.টি.আর মোটরসাইকেল, ০১টি কালো বাটযুক্ত ধারালো চাকু, ছিনতাইকৃত ২৭,৫০০/-টাকা ও ০২টি হাফহাতা গেঞ্জি উদ্ধার করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন