গৌরীপুরে মা দিবস উপলক্ষে আলোচনা সভা


উপজেলা প্রতিনিধি, গৌরীপুর প্রকাশের সময় : ১৪/০৫/২০২৩, ৩:৫৩ অপরাহ্ণ /
গৌরীপুরে মা দিবস উপলক্ষে আলোচনা সভা

ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রবিবার (১৪ মে) সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি আফরোজা আফসানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিউলি চৌধুরী প্রমুখ।

পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির