জামালপুরে তিয়ানশি বাংলাদেশ লিমিটেডের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ১৪/০৫/২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ /
জামালপুরে তিয়ানশি বাংলাদেশ লিমিটেডের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের উদ্যোগে সফল উদ্যোক্তা তৈরির এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মে) জামালপুর সদরের উপজেলা কমপ্লেক্স আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন অডিটোরিয়াম হল রুমে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী সফল উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ব্রোঞ্জ লায়ন মো: কাওসার আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর গোল্ড লায়ন হুমায়ুন কবির সবুজ এছাড়া আরও উপস্থিত ছিলেন এইট স্টার ডিস্ট্রিবিউটর শফিউল্লাহ ফাহাদ, হাফিজুর রহমান হৃদয়, সেভেন স্টার তোফাজ্জল হোসেন শান্ত, সিক্স স্টার জাহাঙ্গীর আবিদ, জিয়াউল হক। এ কর্মশালায় তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউটররাও উপস্থিত ছিলেন।

এ কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যকালে বলেন, তিয়ানশি চায়না কোম্পানি লিমিটেড দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন। তিয়ানশি চায়না কোম্পানি লিমিটেড বাংলাদেশ সরকারের সর্বোচ্চ ভ্যাট দাতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার ওই ধারবাহিকতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের চায়না কোম্পানি প্রোডাক্টগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় পণ্যগুলো সরবরাহ করতে পারছি। তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর তিনটি হেড অফিস বাংলাদেশে অবস্থিত আছে ঢাকা গুলশান ১, চট্টগ্রাম, খুলনা।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, তিয়ানশি পণ্য সরাসরি চীন থেকে পরিচালিত তিয়ানশি কোম্পানি পণ্যগুলো কোন ওষুধ নয়।এগুলো মূলত বিশ্বমানের প্রাকৃতিক ফাংশনাল ফুড।প্রচলিত চিকিৎসার পাশাপাশি পণ্য হিসেবে এগুলো খাওয়া ও ব্যবহার করা যায়। তবে তিয়ানসির পণ্য সমূহ স্বাস্থ্য খাদ্য পণ্য যা কোন ওষুধ বা মেডিকেল সামগ্রী নয়। রোগী বা অসুস্থ ব্যক্তিরা চাইলে প্রচলিত চিকিৎসার পাশাপাশি পণ্য হিসেবে তিয়ানসি প্রাকৃতিক স্বাস্থ্য সম্পূরক খাদ্য পণ্য গ্রহণ করার মাধ্যমে সুস্থতা লাভ করতে পারেন বলে জানা যায়।

কর্মশালায় জামালপুরের কয়েকশ জনসাধারণ অংশ নেন এবং এ কোম্পানির সাফল্য কামনা করেন।

পত্রিকা একাত্তর/ সাকিব