চুয়াডাংগা জেলার জীবননগরের শাহাপুর গ্রামে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকার কাছাকাছি।
গতকাল শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে শাহাপুর-রায়পুর সড়কে অভিযান চালিয়ে স্বর্ণ জব্দ ও আটকের ঘটনা ঘটে। ওই সময় আহত দুই চোরাকারবারিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।
গতকাল রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লবিতে উপস্থিত সাংবাদিকদের জানান, রায়পুর-শাহাপুর সড়ক দিয়ে স্বর্ণের একটি অবৈধ চালান ভারতে যাবে, এমন সংবাদে রাতে ৮টার দিকে চুয়াডাঙ্গা ডিবি অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে একটি দল অভিযানে নামে।
এ সময় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে।তিনি বলেন, ধস্তাধস্তিতে দুই কারবারি নিজেদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। এ সময় একটি প্যাকেটসহ রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে তাদের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
আটকরা হলেন রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছী গ্রামের আনসার বাহিনীর সদস্য মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), বাড়ান্দী গ্রামের শাহাবুদ্দিন খান (৩৬) ও ঘুগরাগাছী গ্রামের রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আছির উদ্দিন (৪২)।
সাংবাদিকদের সামনে জব্দ প্যাকেটটি খোলা হয়। প্যাকেটে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৫৯ ভরি বা ১ কেজি ৮০০ গ্রাম। বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :