শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় নানার বাড়ীতে বেড়াতে এসে মহারশি নদীর পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
আজ ১২ মে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলা সদরের ব্রীজপাড় এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৮) ও নুরুল ইসলামের ছেলে শফিউল্লাহ (৮)। তাহারা পরস্পর আপন খালাতো ভাই বোন এবং ব্রীজপাড় নিবাসী আলহাজ আব্দুল আলীর মেয়ের ঘরের সন্তান।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টা থেকে তারা নিখোঁজ হয়। নিহতের স্বজনরা বহু স্থানে খোজাখঁজি করে তাদের সন্ধান না পেয়ে মসজিদের মাইক দ্বারা বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে প্রতিবেশীরা নদীতে খোঁজতে গিয়ে ওই দুই শিশুকে নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। ওই দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু হেলাল
আপনার মতামত লিখুন :