patrika71
ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
মে ১১, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন থেকে আলমাস মাহমুদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

১০মে বুধবার বিকাল ৩ টার সময় যুবকের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পরিবার।

নিহত আলমাস মাহমুদ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছমদ আলী হাজী বাড়ীর আবদুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদ জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী ছিল। এ নিয়ে সবসময় মানসিকভাবে চিন্তিত থাকত। গত ৪মাস পূর্বে তাকে পারিবারিক ভাবে বিয়ে করানো হয়। বিয়ের পর থেকে সে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। গত ১৪দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াইতে যায়। গতকাল বিকেল ৪টার দিকে মাহমুদ তার মাকে জিজ্ঞেস করে তার স্ত্রী তাদের বাড়িতে কবে আসবে। তার মা তাকে জানায় আগামী ২-৩দিনের মধ্যে আসবে। পরবর্তীতে বিকেল ৩টার দিকে সে তার শয়ন কক্ষে দরজা খোলা রেখে ফ্যানের সাথে প্যান্টের কাপড়ের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান জানান, আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

পত্রিকা একাত্তর/ আবু সাঈদ