গুরুদাসপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার


উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর প্রকাশের সময় : ১১/০৫/২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ /
গুরুদাসপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে একটি আম বাগান থেকে একরামুল হক (৬৮) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলার সোনাবাজু এলাকার একটি আমবাগানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত ভ্যান চালক একরামুল হক চাঁপাইনবাবগঞ্জের মৃত-কাশেম আলী ছেলে। তিনি বর্তমানে চাঁচকৈড় এলাকায় স্ত্রী সন্তানসহ একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান জানান, উপজেলার চাঁচকৈড় এলাকার ভ্যান চালক একরামুল বুধবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে সোনাবাজু এলাকার একটি আম বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সিরাজগঞ্জ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা নীরিক্ষার পর লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন