বুধবার (১০ মে, ২০২৩খ্রিঃ) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ, কু্ষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ নজরুল ইসলাম, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ী মোঃ রোকন শেখ (৩২), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং-বাড়াদী ঈদগাহপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়াকে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানার মামলা নং-১৮, তারিখ-১০/০৫/২০২৩, ধারা-৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন